সৈয়দ মুশফিকুর রহমান বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে গাইবান্ধায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইনডোর ষ্টেডিয়ামে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক জনাব মোস্তফা মনছুর আলম খাঁন এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মিরাজুল ইসলাম, অধ্যক্ষ শরীফ মোঃ আবু ইউসুফ সহ আরো অনেকে। এ সময় বক্তারা ইমামদের মসজিদে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে সকলকে দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
Reporter Name 
